ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত, ১০৯ শিক্ষক-কর্মচারীকে শোকজ


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ /
ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত, ১০৯ শিক্ষক-কর্মচারীকে শোকজ
0Shares

ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকা ১০৯ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নোটিশ পাওয়ার পাঁচদিনের মধ্যে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ খাওয়া শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি রংপুর অঞ্চলের ৪৩ জন। এরপরই রয়েছে বরিশাল অঞ্চলের ২৩ জন। এছাড়া কুমিল্লা অঞ্চলের ৬ জন, খুলনার ৬ জন, চট্টগ্রামের ৫ জন, ঢাকার ৭ জন, ময়মনসিংহের ১৫ জন, সিলেটের ৪ জন।

ঘোষণা না দিয়ে আগস্ট মাসে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তাদের অনুপস্থিতির তথ্য-প্রমাণ পেয়েছেন।

রোববার (২২ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৯ অক্টোবর শোকজ নোটিশে সই করেছেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।

নোটিশে বলা হয়, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব-ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা ১০৯ জন শিক্ষক-কর্মচারীকে স্কুলে অনুপস্থিত পেয়েছেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

শোকজ নোটিশে ওই ১০৯ শিক্ষক-কর্মচারীকে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

আগস্ট-২০২৩ মাসে পরিদর্শনকালীন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেখুন 

0Shares