এসএসসির ফরম পূরণে সর্বোচ্চ ফি ২১৪০ টাকা


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ /
এসএসসির ফরম পূরণে সর্বোচ্চ ফি ২১৪০ টাকা
0Shares

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ ৩০ অক্টোবর শুরু হবে। ১৩ নভেম্বর পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ‍২ হাজার ১৪০ টাকা ফরম পূরণের ফি আদায় করতে পারবে স্কুলগুলো। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা ফরম পূরণের ফি বাবদ এ অর্থ দেবে। আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০ টাকা। এ ফির মধ্যে ব্যবহারিক ফিসহ কেন্দ্র ফি অন্তর্ভুক্ত বলেও জানিয়েছে বোর্ড।

এসব তথ্য জানিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এদিকে শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে ২৬ অক্টোবর প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ৮ নভেম্বর শেষ হবে। আর ১০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা দিয়ে শিক্ষার্থীরা ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। জরিমানাসহ ফি জমা দেওয়া যাবে ১৪ নভেম্বর পর্যন্ত।

এসএসসি পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি পত্র ১১০ টাকা, ব্যবহারিকের ফি প্রতি পত্র ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৩৫ টাকা, মূল সনদ বাবদ ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ১০০ টাকা অনুমতি বা তালিকাভুক্তি ফি দিতে হবে। আর ২০১৯-২০ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীদের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ২০০ টাকা রেজিস্ট্রেশন নবায়ন ফি দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নবম-দশম শ্রেণির জন্য ২৪ মাসের বেশি বেতন আদায় করতে পারবে না।

0Shares