এসএসসি পাস শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ‘ব্যাবিলন’ গ্রুফ


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ণ /
এসএসসি পাস শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ‘ব্যাবিলন’ গ্রুফ

২০২৩ সালে এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে ব্যাবিলন গ্রুপ। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ব্যাবিলন গ্রুপের শিক্ষাবৃত্তি প্রকল্পের ১০ম পর্বের প্রক্রিয়া শুরু হয়েছে।

নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে শিক্ষাবৃত্তির জন্য আবেদন করা যাবে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন (সব বিষয়ে) জিপিএ-৫ থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে জমা দিতে হবে।

যেসব কাগজপত্র লাগবে:

১. শিক্ষাবৃত্তির জন্য আবেদনপত্র
২. এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র
৩. বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট
৪. কলেজে ভর্তির সনদ/প্রমাণপত্র
৫. একটি পূর্ণাঙ্গ বায়োডাটা (পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্যসংখ্যা, পেশা, মোবাইল নম্বর ও আয়ের বর্ণনা)

আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবেদনকারীর জেপিইজি ফরম্যাটে ছবি এবং কাগজপত্রসহ স্ক্যান করে পিডিএফ ফাইল babylon.scholarship@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ছবি হতে হবে ওয়াইড ৫৯০ পিক্সেল ও হাইট ৭০৮ পিক্সেল।

ই-মেইলের সাবজেক্টে Babylon Scholarship-2023 লিখতে হবে। ই-মেইল ছাড়া ব্যাবিলন গ্রুপে সরাসরি পাঠানো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।