ব্যানবেইস জরিপে অংশ নেয়নি ১৩১৬ স্কুল-কলেজ, তালিকা চেয়েছে মাউশি


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ণ /
ব্যানবেইস জরিপে অংশ নেয়নি ১৩১৬ স্কুল-কলেজ, তালিকা চেয়েছে মাউশি

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) প্রতিবছর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য নিয়ে জরিপ করে। এবার জরিপের লক্ষ্যে তথ্য চেয়েছিল সংস্থাটি। নির্ধারিত সময়সীমা শেষ হলেও ১ হাজার ৩১৬টি স্কুল-কলেজ ব্যানবেইসের কাছে তথ্য পাঠায়নি।

বিষয়টি ব্যানবেইসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়। সেখানে বলা হয়, বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জরিপে তথ্য দিয়ে সহযোগিতা করেনি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতেও অনুরোধ করা হয় ব্যানবেইসের পক্ষ থেকে।

এরপরই জরিপে অংশ না নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যানবেইসের সার্ভারে তথ্য দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আঞ্চলিক পরিচালকদের চিঠি দেওয়া হয়। ব্যানবেইসের সার্ভারে লগইন করে তথ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আঞ্চলিক উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তথ্য না দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা করে তা মাউশি পাঠানোর জন্যও বলা হয়।