অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়ার সময় বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ / ৬৩
অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়ার সময় বৃদ্ধি
0Shares

২০২২ সালের অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। বাদ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের অনুরোধে এসময় বাড়ানোর সিদ্ধান্ত হয়। ৬-১০ জুলাই পর্যন্ত নির্ধারিত ব্যাংকে ফি জমা দেওয়া যাবে। মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৩ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু প্রতিষ্ঠান ২০২২ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। ফলে এসব বাদপড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২০২৩ সালে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন কার্যক্রম করতে গিয়ে জটিলতা দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবিক দিক বিবেচনায় ৬-১০ জুলাই পর্যন্ত পূর্বনির্ধারিত ফি জমা দিয়ে অনলাইনে ২০২২ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

0Shares