নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও বিভাগ পরিবর্তনের সুযোগ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২১, ৫:৪৯ অপরাহ্ণ / ২৫৩
নবম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও বিভাগ পরিবর্তনের সুযোগ
0Shares

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অনলাইনে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয়, ছবি, অন্যান্য তথ্য সংশোধন ও বাদপড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোপূর্বে শেষ হয়েছে।  কোভিড- ১৯ মহামারির কারণে যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করতে পারেনি বা অন্য কোনও কারণে বাদ পড়েছে এবং বোর্ড পরিবর্তন করে ভর্তি হয়েছে তাদের রেজিস্ট্রেশন, বিষয় ও বিভাগ পরিবর্তন এবং আগে দাখিল করা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সংশোধন করার সুযোগ দেওয়া হলো।

আগামী ১৭ অক্টোবরের মধ্যে অনলাইনে সংশোধন করতে হবে এবং বাদপড়া শিক্ষার্থীদেরও (নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে) রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের পর কোনও অবস্থাতেই সংশোধন এবং বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন, সংশোধন না হলে এর দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২১ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধন এবং আগের নিবন্ধন করা শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সময়সীমা আগামী ৭ অক্টোবর পর্যন্ত বহাল রয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে 

0Shares