এবার গুচ্ছ নিয়ে বসছেন ২২ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা


Shikkha Songbad প্রকাশের সময় : জানুয়ারি ১৪, ২০২৪, ৭:৩৩ অপরাহ্ণ /
এবার গুচ্ছ নিয়ে বসছেন ২২ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা
0Shares

২০২৩-২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার বিষয়ে কথা বলতে সভায় বসেছেন ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে উপাচার্যদের সভা শেষে এবারের নিজেরা নিজেরা কথা বলতে এ সভার আয়োজন করা হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) বেলা ২টায় ইউজিসি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া এ গুচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে এদিন সকালে জিএসটি গুচ্ছ ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বসে ইউজিসি। সভায় গুচ্ছে থাকার পক্ষে অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের মতামত জানিয়েছে। এ সময় ৩০ জুনের মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ করার সুপারিশ করেন একজন উপাচার্য।

0Shares