মাভাবিপ্রবির অনুষদ হিসাবে সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজের পরীক্ষা কার্যক্রম শুরু


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ /
মাভাবিপ্রবির অনুষদ হিসাবে সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজের পরীক্ষা কার্যক্রম শুরু
0Shares

সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অধিভুক্ত হয়ে কার্যক্রম শুরু করলো।

এতোদিন প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত কলেজটিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত দুটি ব্যাচে অধ্যয়নরত প্রায় ১০০ জন শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠানটিতে নেই পর্যাপ্ত শিক্ষক-কর্মচারী। শিক্ষক আছেন মাত্র ১১ জন। যাদের অধিকাংশই প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা। নেই কোন অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক। এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের আউটসোর্সিং থেকে ৩৬ জন কর্মচারী নিয়োজিত আছেন।

শিক্ষক সংকটের কারণে ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী ভর্তি করাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও ভর্তি করানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তীব্র সেশনজটসহ নানা ধরনের সমস্যায় আচ্ছন্ন এ অনুষদ।

সেই সঙ্গে প্রশ্ন রয়েছে শিক্ষার মান নিয়েও। বিশ্বমানের ডিভিএম গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে হাতে কলমে শিক্ষার জন্য ল্যাবগুলোতে আনা অতি দামি কেমিক্যালগুলো ব্যবহারে দক্ষ জনবলের অভাবে মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই যার সবগুলোর মোড়কই খোলা হয়নি। ফলস্রুতিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা সমস্যা সমাধানে প্রায় দুই বছর ধরে টানা আন্দোলন করে। এতে তৈরি হয় সেশন জট।

এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের দীর্ঘ আন্দেলনের পর শিক্ষার মান বৃদ্ধি ও সমস্যাগুলো নিরসনে চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কলেজটিকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (মাভাবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন ও এনিম্যাল সায়েন্স অনুষদ হিসেবে অধিভুক্ত করে সরকার। ফলে কলেজটি বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাস নামে পরিচিতি পাচ্ছে। ইতোমধ্যে মাভাবিপ্রবি প্রশাসন এই অধিভুক্ত অনুষদটিতে তাদের একাডেমিক কার্যক্রমের বাস্তবায়ন শুরু করেছে।

ভেটেরিনারি মেডিসিন ও এনিমেল সায়েন্স অনুষদের ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল হাজব্রেন্ডি বিভাগের পরীক্ষা কার্যক্রমও  শুরু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ ক্যাম্পাসে লেভেল-১ এর ফান্ডামেন্টাল নিউট্রিশান ও লেভেল-২ এর ইমব্রায়োলজি পরীক্ষা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।

এসময় সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রহিম, মাভাবিপ্রবির অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন, অধ্যাপক ড. মাহবুবুল হক, অধ্যাপক ড. রোকেয়া বেগম, অধ্যাপক ড. আজিজুল হকসহ সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানায়, ২০২২ সালের জুলাই মাসের ২০ তারিখের পরিক্ষা নেয়া হচ্ছে ২০২৩ সালের ১৪ অক্টোবর থেকে। ফলে সেশন জটে পড়েছে তারা। এই সমস্যা সমাধানে ৬মাসের পরিবর্তে ৪ মাসে সেমিস্টার করারও দাবি তোলে শিক্ষার্থীরা। এছাড়াও খেলার মাঠ অনুপোযোগী, বিশুদ্ধ পানির স্বল্পতা, স্বাস্থসেবা সমস্যা বৈদ্যুতিক নানা সমস্যা ও পাঠাগারে বইয়ের স্বল্পতা নিরসনের দাবি তাদের।

মাভাবিপ্রবি অধিভুক্ত অনুষদ সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রহিম জানান, কলেজের যেসকল সমস্যা ছিল সেগুলো সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

মাভাবিপ্রবির অনুষদ হিসেবে অধিভুক্ত এই প্রতিষ্ঠানটির সমস্যা নিরসন এবং আগামীর কার্যক্রমের বিষয়ে মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজটি মন্ত্রনালয়ের অধীনে ছিলো। গত ১১ জানুয়ারি ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির নির্দেশ দেন। এরপর থেকে একাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করছে।

তিনি আরো বলেন, এই ক্যাম্পাসটি পরিচালনা করতে বাজেট ঘাটতি রয়েছে। এছাড়া বেশিরভাগ শিক্ষক বিভিন্ন ভেটেরিনারি কর্মকর্তা। উপযুক্ত শিক্ষক রেখে আরও শিক্ষক বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিণত করতে সরকারি পদক্ষেপ জরুরি।

0Shares