যবিপ্রবিতে স্নাতক ডিগ্রি পেতে বৃক্ষরোপণ বাধ্যতামূলক


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ৯:২৫ পূর্বাহ্ণ /
যবিপ্রবিতে স্নাতক ডিগ্রি পেতে বৃক্ষরোপণ বাধ্যতামূলক
0Shares

স্নাতকের সনদ পেতে কমপক্ষে পাঁচটি গাছ লাগানোর নিয়ম করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। এ অনুষদের অধীনে একমাত্র ইংরেজি বিভাগের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রত্যেক শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনের জন্য বাধ্যতামূলক গাছ লাগাতে হবে। গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এই প্রস্তাব অনুমোদনের পর সোমবার পরিপত্র জারি করা হয়েছে।

এতে জানানো হয়, এর জন্য কোনো ক্রেডিট বা নম্বর বরাদ্দ না থাকলেও, বিভাগ থেকে এ বিষয়ে ছাড়পত্র না পাঠালে শিক্ষার্থী সনদ নিতে পারবেন না। ফলে, প্রত্যেক শিক্ষার্থীকে বাংলাদেশ স্টাডিজ কোর্সের অধীনে পাঁচটি গাছের চারা লাগাতে হবে। এ সিদ্ধান্তের ফলে বিভাগটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে, রাস্তার ধারে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বা যেকোনো উপযুক্ত জায়গায় প্রতি বছর কমপক্ষে ২০০ বৃক্ষরোপণ করবে।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুনিবুর রহমান বলেন, ভবিষ্যতে মানবসভ্যতা টিকিয়ে রাখতে পৃথিবীকে সারিয়ে তোলার উদ্যোগ নিতে হবে। এরই ধারাবাহিকতায় আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, যদি কোনো শিক্ষার্থী পাঁচটি গাছে চারা কিনতে না পারেন, তাহলে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানে পরিচালিত কল্যাণ তহবিল থেকে গাছ সরবরাহ করা হবে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, আগামীতে যবিপ্রবির এ দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে দেশের সব প্রতিষ্ঠান এগিয়ে আসবে। একটি নিরাপদ, বাসযোগ্য, সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।

0Shares