পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত ৩৫ ধরনের পদে ১১২ জনকে নিয়োগ দেয়া হবে।
যেসব পদে নিয়োগ–
১. পাইলট : পদ ১টি
২. সিনিয়র হাইড্রোগ্রাফার (ফিল্ড) : পদ ১টি
৩. উপপরিচালক (অডিট) : পদ ১টি
৪. মেডিকেল অফিসার : পদ ১টি
৫. সহকারী প্রকৌশলী (সিভিল) : পদ ২টি
৬. সহকারী পরিচালক (নিরাপত্তা) : পদ ১টি
৭. সহকারী পরিচালক (হিসাব) : পদ ১টি
৮. সহকারী পরিচালক (অর্থ) : পদ ১টি
৯. সহকারী পরিচালক (ইআর) : পদ ১টি
১০. হাইড্রোগ্রাফার (ফিল্ড) : পদ ১টি
১১. সহকারী ড্রেজিং মাস্টার : পদ ১টি
১২. উপসহকারী প্রকৌশলী (সিভিল) : পদ ৪টি
১৩. উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) : পদ ৪টি
১৪. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) : পদ ৩টি
১৫. প্রশাসনিক কর্মকর্তা : পদ ১টি
১৬. নিরাপত্তা কর্মকর্তা : পদ ২টি
১৭. সিনিয়র স্টাফ নার্স : পদ ১টি
১৮. ইনল্যান্ড মাস্টার (প্রথম শ্রেণি) : পদ ৮টি
১৯. ইঞ্জিন প্রাইভার (প্রথম শ্রেণি) : পদ ৮টি
২০. ট্রাফিক ইন্সপেক্টর : পদ ১টি
২১. উচ্চমান সহকারী : পদ ১টি
২২. স্টেনো টাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর : পদ ৮টি
২৩. উচ্চ বহিঃসহকারী : পদ ২টি
২৪. নিম্ন বহিঃসহকারী : পদ ৪টি
২৫. জুনিয়র অডিট অ্যাসিস্ট্যান্ট : পদ ২টি
২৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক : পদ ৪টি
২৭. জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট : পদ ৩টি
২৮. জুনিয়র স্টাফ নার্স : পদ ১টি
২৯. ল্যান্ড সার্ভেয়ার : পদ ২টি
৩০. কার্পেন্টার : পদ ৩টি
৩১. সহকারী সাব ইন্সপেক্টর : পদ ২টি
৩২. গ্রীজার : পদ ৮টি
৩৩. সুকানী : পদ ১০টি
৩৪. লস্কর : পদ ১৩টি
৩৫. অফিস সহায়ক : পদ ৭টি
আবেদনের নিয়ম : অনলাইনে ppa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করা যাবে ১২ জুন সকাল ১০টা থেকে ২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত।
আপনার মতামত লিখুন :