৪৫তম বিসিএসের বাংলা লিখিত পরীক্ষা ৩০০ নম্বরে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৩, ৭:০৩ অপরাহ্ণ /
৪৫তম বিসিএসের বাংলা লিখিত পরীক্ষা ৩০০ নম্বরে
0Shares

এবার ৪৫তম বিসিএসের বাংলার লিখিত পরীক্ষার নম্বরে পরিবর্তন এসেছে। আগের ২০০ নম্বরের পরীক্ষা আর থাকছে না, এবারের বিসিএসে বাংলার লিখিত পরীক্ষা হবে ৩০০ নম্বরে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরিবর্তনের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি বা পেশাগত এবং সাধারণ ক্যাডারের প্রার্থীদের দুই দিনে ০০১ ও ০০২ কোডের (১০০+২০০) ৩০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

বিসিএসের বাংলা প্রথমপত্রের (কোড নম্বর-০০১) লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর বাংলা দ্বিতীয়পত্রের (কোড নম্বর-০০২) পরীক্ষা হবে ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এবার মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন। এতে সবচেয়ে বেশি ক্যাডার নেয়া হবে চিকিৎসায়। এরপরই শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ ও কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেয়া হবে।

এবারও আগের মতোই পরীক্ষায় বই, ঘড়ি, মুঠোফোন, অলংকার ও কোনো ধরনের ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ না করতে কড়া নির্দেশনা দিয়েছে। পরীক্ষার হলে যদি এসব নিষিদ্ধসামগ্রী পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এ ছাড়া ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হবে।

0Shares