বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি’


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ /
বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি’
0Shares

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪ এ বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে ১০৮টি দেশের ১ হাজার ৯০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনএসইউর অবস্থান ৮০০ থেকে ১০০০-এর মধ্যে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ও গবেষণায় ক্রমাগত উন্নতির প্রতি এনএসইউর প্রচেষ্টার এই স্বীকৃতি টাইমস হায়ার এডুকেশনের ২০তম র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছে। সিডনিতে র‌্যাঙ্কিং উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, এই মাইলফলকটি আমাদের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায়, প্রশাসনের প্রচেষ্টা এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের অবিচল সমর্থনের প্রমাণ।

বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্বীকৃতি লাভ করায় আমরা তাদের স্বাগত জানাই। র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোকেও আমরা তাদের ক্রমাগত অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

0Shares