শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৩, ৭:৪৬ পূর্বাহ্ণ /
শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে শিক্ষামন্ত্রী যা বললেন
0Shares

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো- এ জায়গাটাতে আমরা এখনো এগুতে পারিনি। এ জায়গাটাতে হয়তো কাজ করবার প্রয়োজন আছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময়ের সময় এক মন্তব্য করেন তিনি।

মতবিনিয়ম সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান শিক্ষকতায় মেধাবিদের আকৃষ্ট করতে প্রাইমারি মাদরাসাসহ উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামোর তাগিদ দেন।

সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল বলেন, বর্তমানে শিক্ষকতা পেশায় মেধাবীরা আগ্রহ হারাচ্ছে। যারা শিক্ষকতা পেশায় থাকতে চাচ্ছেন না। অন্য পেশার দিকে ঝুঁকছেন।

উল্লেখ্য, ২০০৯ খ্রিষ্টাব্দে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। ২০১০ খ্রিষ্টাব্দে এসে তার সরকারের উচ্চ মহল থেকেও সমর্থন পায়। ২০১১ খ্রিষ্টাব্দে উদ্যোগ নেয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির বিরোধীতায় সেই আলোচনা ও উদ্যোগ মিইয়ে যায়।

0Shares