নিবন্ধন ছাড়া চলবে না কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৩, ২:০৯ অপরাহ্ণ / ৪২
নিবন্ধন ছাড়া চলবে না কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল
0Shares

নিবন্ধন ও একাডেমিক স্বীকৃতি ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা বেসরকারি বিদ্যালয় চলবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। আমরা চাচ্ছি কোনো বিদ্যালয় যেন একাডেমিক স্বীকৃতি ও নিবন্ধন ছাড়া পরিচালিত না হয়। এখন যেসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেগুলোকেও নিবন্ধন নিতে হবে। আমরা চাইব ২০২৪ সালের ‌১ জানুয়ারির পর থেকে যেন একাডেমিক স্বীকৃতি বিহীন ও নিবন্ধনবিহীন কোনো বেসরকারি বিদ্যালয় না চলে।

 

0Shares