১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিল মন্ত্রণালয়


Shikkha Songbad প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ /
১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিল মন্ত্রণালয়
0Shares

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মন্ত্রণালয়ের কাছে এই বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাইলে মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এই অনুমতি দেয়।

এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি আগামী শনিবার প্রকাশ হতে পারে বলে আভাস দেন তিনি।

মো. এনামুল কাদের খান বলেন, ‘১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিলাম। আজ আমরা অনুমতি পেয়েছি। এখন আমরা দ্রুততম সময়ের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করব। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।’

এনটিআরসিএ জানিয়েছে, কিছু বিষয়ের একই কোড রয়েছে ও কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, যা আগের নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি করেছিল। এসব বিষয় সমাধানের কাজ শেষ করা হয়েছে। এখন দ্রুতই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বলেন, ‘গত নিয়োগের সময় দেখা গেছে কিছু বিষয়ের একই কোড রয়েছে। আমরা সেই কোডগুলো পরিবর্তনের চেষ্টা করেছি। কেননা কম্পিউটার সেটি আলাদা করতে পারে না। এ জন্য জটিলতা হয়, যা নিয়োগের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে। এ ছাড়া কিছু বিষয়ের অস্পষ্টতাও নিয়োগ কার্যক্রমের গতি কমিয়ে আনতে পারে, সেগুলো দূর করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করেছেন।’

পরীক্ষাপদ্ধতিতে কোনো পরিবর্তন আসছে কি না, জানতে চাইলে এনামুল কাদের খান বলেন, ‘পরীক্ষা পরিবর্তনের কাজ অত্যন্ত জটিল। এটি করতে বিধিমালা পরিবর্তন করতে হয়। সে ধরনের কোনো সম্ভাবনা নেই। তাই পরীক্ষাপদ্ধতি পরিবর্তন হচ্ছে না।’

কতটি পদ শূন্য, জানতে চাইলে এনামুল কাদের খান বলেন, ‘আমরা এ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা জানাই না, আমরাও সংগ্রহ করি না। বিধিমালা অনুসারে লিখিত পরীক্ষার আগে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে পাঠাই। সেগুলো যাচাই-বাছাই করে শূন্য পদের সংখ্যা আমরা প্রকাশ করি। সেভাবেই নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়।’

0Shares