ডিসেম্বরে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৫:২৮ অপরাহ্ণ /
ডিসেম্বরে ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ
0Shares

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ লক্ষ্যে সংস্থাটি প্রস্তুতিও শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পেলে তা সম্ভব বলে মনে করছেন এনটিআরসিএ কর্মকর্তারা।

জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী- প্রতি বছর একটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। অথচ প্রায় চার বছর ধরে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হয় না। এজন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এনটিআরসিএ কর্মকর্তারা বলছেন, ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে এ নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার সদস্য (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান বলেন, ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। দ্রুত সময়ের মধ্যে আমরা ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পেলে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

0Shares