জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় মাস্টার্সের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : মে ২৯, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় মাস্টার্সের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্স ২০২১ শিক্ষাবর্ষের ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণ অনলাইনে সম্পন্ন করতে বিভিন্ন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকতায় মাস্টার্স ১ম পর্বের শিক্ষার্থীদের ২৮ মে থেকে আগামী ৬ জুনের মধ্যে নিজেদের অনলাইনে ফরমপূরণের আবেদন করতে হবে। শিক্ষার্থীদের প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেয়ার শেষ তারিখ ৯ জুন। শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ (কলেজ কর্তৃক) ১০ জুন। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেয়া যাবে ১১ ও ১২ জুন।

পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে জন প্রতি নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থীর জন্য ৩ হাজার টাকা।

মৌখিক পরীক্ষার ফি: ৫০০ টাকা।

কেন্দ্র ফি: ৫০০ টাকা (বিশ্ববিদ্যালয়ে জমা হবে না)।

সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ ফি: ৮০০ টাকা।

শুধু ২০২১ শিক্ষাবর্ষের সাংবাদিকতায় মাস্টার্স ১ম পর্বের শিক্ষার্থীরা এই ফরম পূরণ করতে পারবেন।