জিএসটি গুচ্ছে যুক্ত হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউজিসিতে আবেদন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ /
জিএসটি গুচ্ছে যুক্ত হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউজিসিতে আবেদন
0Shares

জিএসটি গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর আবেদনও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ মার্চ) এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতি দেশের সকল বিশ্ববিদ্যালয়কে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহবান জানিয়েছেন। আমরা সেই আহবানে সাড়া দিয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছি। বিষয়টি জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বরাবর চিঠিও পাঠানো হয়েছে। তবে এখনো আমরা গুচ্ছে যুক্ত হতে পারিনি।

অধ্যাপক  ড. মো. মশিউর রহমান আরও বলেন, সমন্বিত ভর্তি পদ্ধতির কারণে শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কমেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারলে শিক্ষার্থীদের আলাদাভাবে কোথাও ভর্তি হতে হবে না। মেধাতালিকায় সবচেয়ে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের আমাদের দেওয়া হলেও কোনো আপত্তি নেই। তবুও আমরা গুচ্ছে যুক্ত হতে চাই।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০২১ সালে প্রথমবারের মতো ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়। পরবর্তীতে গুচ্ছে আরও বিশ্ববিদ্যালয় যুক্ত হয়। চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

0Shares