এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি


Shikkha Songbad প্রকাশের সময় : জানুয়ারি ১৪, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ /
এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি
0Shares

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজসমূহে প্রথম বর্ষে ভর্তিতে এবারও কোনো পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, আগামী ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে, যা চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আজ রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ থেকে শুরু হবে।

0Shares