জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, ১২টি বিষয়ে পড়ার সুযোগ


Shikkha Songbad প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা, ১২টি বিষয়ে পড়ার সুযোগ
0Shares

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দক্ষতাভিত্তিক পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) চালু হয়েছে এ বছর। পিজিডির আওতায় ১২টি বিষয়ে পড়া যাবে ভাষা (ইংরেজি, আরবি), এন্ট্রাপ্রেনিউরশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পর্যটন ও ভ্রমণ ব্যবস্থাপনা, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সাইবার নিরাপত্তা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস এবং কৃষিপ্রযুক্তি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন নাসির উদ্দিন বলেন, ‘প্রযুক্তির ক্রমাগত পরিবর্তনের কারণে ক্যারিয়ারে অনেক রকম দক্ষতারই এখন প্রয়োজন। এসব দক্ষতার অভাবে আমাদের শিক্ষার্থী ও পেশাজীবীরা পিছিয়ে পড়ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হচ্ছে স্নাতক পাস শিক্ষার্থীদের জন্য কার্যকর ও আধুনিক ডিপ্লোমা প্রোগ্রাম চালু করে তাদের দক্ষ উদ্যোক্তা, নির্বাহী কিংবা ব্যবস্থাপক হিসেবে তৈরি করা।

তিনি জানালেন, তিন বছরেরও বেশি সময় গবেষণার পর এই ৪০ ক্রেডিটের দক্ষতাভিত্তিক বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে। শিক্ষাবিদ ছাড়াও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, নীতিনির্ধারকেরা এর সঙ্গে যুক্ত ছিলেন। এরই মধ্যে দুই ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন। যাঁরা মাস্টার্স বা স্নাতক শেষ করেছেন, তাঁদের জন্য এই ডিপ্লোমা একটি দারুণ সুযোগ।

পিজিডি সম্পন্ন করতে সব মিলিয়ে খরচ হবে প্রায় ৪০ হাজার টাকা। তবে শিক্ষার্থীদের স্নাতকের ফলাফল ও কোর্স পারফরম্যান্সের ওপর বৃত্তির সুযোগ আছে। বিস্তারিত জানা যাবে এই লিংকে। অথবা ০১৯৮২৬৯৯৭৮১ নম্বরে ফোনও করতে পারেন।

0Shares