জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের তালিকা চেয়েছে


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৪:০০ অপরাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের তালিকা চেয়েছে
0Shares

অধিভুক্ত বেসরকারি কলেজগুলোয় কর্মরত মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত (এমপিও) ও নন এমপিও সব শিক্ষকের তালিকা চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৮ অক্টোবরের মধ্যে ডিগ্রি, অনার্স বা মাস্টার্স কলেজের শিক্ষকদের আলাদা করে তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে শিক্ষকদের নির্ধারিত ছকে তালিকা চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ডিগ্রি, অনার্স বা মাস্টার্স কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বর্তমানে পাঠদানরত এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা সংযুক্ত ছক মোতাবেক আগামী ৮ অক্টোবরের মধ্যে অনলাইনে পাঠাতে অনুরোধ করা হলো। বর্তমানে সরাসরি পাঠদানের সঙ্গে সংযুক্ত নন, এমন শিক্ষকের নাম কোনোভাবেই পাঠানো যাবে না। যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে পাঠদানরত নিয়মিত শিক্ষকদের তালিকা পাঠাতে হবে। তালিকায় যেন কোনো অসত্য তথ্য পাঠানো না হয়।

এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা প্রেরণের অনলাইন ফরম পূরণের লিংক

0Shares