মাদরাসার নতুন শিক্ষকদের বিশেষ সুবিধার টাকা দিতে সফটওয়্যার উন্নয়ন হচ্ছে


Shikkha Songbad প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ৭:২৩ পূর্বাহ্ণ /
মাদরাসার নতুন শিক্ষকদের বিশেষ সুবিধার টাকা দিতে সফটওয়্যার উন্নয়ন হচ্ছে

এমপিওভুক্ত মাদরাসার নতুন শিক্ষকরাও বিশেষ সুবিধা বা প্রণোদনার টাকা পাবেন বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর বলছে, জুলাই মাসের পর এমপিওভুক্ত শিক্ষকদের এ ভাতা দেয়ার জন্য সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে। শিগগিরই মাসিক এমপিওর সঙ্গে শিক্ষক-কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন বলেও অধিদপ্তরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক ও এমপিও কমিটির সদস্য সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৩ খ্রিষ্টাব্দের জুলাই পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা দেয়া হয়েছে। তৎপরবর্তী মাসের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগদের বেতন-ভাতার (এমপিও) সঙ্গে পাঁচ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ দিতে সফটওয়্যার উন্নয়নের কাজ চলছে। শিক্ষক-কর্মচারীরা ‘বিশেষ সুবিধা’ ভাতা যথাশীঘ্রই মাসিক এমপিওর সঙ্গে পাবেন।

জানা গেছে, গত জুলাই মাসে ঘোষিত মূল বেতনের পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বা সুবিধার টাকা ইতোমধ্যে পেয়েছেন স্কুল-কলেজের নতুন শিক্ষকরা। তবে মাদরাসার নতুন শিক্ষকদের এ প্রণোদনার টাকার হিসাব না মেলায় এখনো তাদের এ টাকা দিতে পারেনি মাদরাসা শিক্ষা অধিদপ্তর। তবে, নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা দিতে সে জটিলতা নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

জানা গেছে, গত ১৮ জুলাই সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি অনুদানে পরিচালিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রতি বছর ৫ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে মূল বেতনের আরো ৫ শতাংশ (নূন্যতম এক হাজার টাকা) বিশেষ সুবিধা দেয়া হবে বলে জানিয়ে আদেশ জারি করেছিলো অর্থ মন্ত্রণালয়। সে অনুসারে বিভিন্ন স্কুল-কলেজে যোগদান করে নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষকদের গত নভেম্বর মাসের এমপিওর সঙ্গে বিশেষ প্রণোদনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তবে মাদরাসার নতুন এমপিওভুক্ত শিক্ষকরা সে টাকা পাননি। নতুন যোগদান করা মাদরাসার শিক্ষকরাও এ বিশেষ প্রণোদনার টাকা পেতে চাচ্ছেন।