এমপিওভুক্তির সুযোগ পাচ্ছে সিলেটে সেই ৩৬ শিক্ষক


Shikkha Songbad প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ২:০৮ অপরাহ্ণ /
এমপিওভুক্তির সুযোগ পাচ্ছে সিলেটে সেই ৩৬ শিক্ষক
0Shares

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর ৪র্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে চূড়ান্ত সুপারিশ পেয়ে ও যোগদান করে এমপিওভুক্তির আবেদন করেও এমপিওভুক্তির ফাইল রিজেক্ট হওয়া সেই ৩৬ শিক্ষক এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, এনটিআরসিএ কর্তৃক ৪র্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক হিসেবে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়ে এমপিওভুক্তির আবেদন করলে অনলাইনে সিলেট আঞ্চলিক কার্যালয় তা বাতিল করে। বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয় “মাউশি ঢাকার গত ১৮/০৫/২০২৩ ইং তারিখের এমপিও কমিটি সুপারিশে আপাতত অনুর্ধ্ব ৩৫ বছর বয়সি শিক্ষকদের এমপিও ভুক্ত না করা সিদ্ধান্ত গ্রহীত হয়”। কিন্তু সেখানে ৪র্থ গণবিজ্ঞপ্তির ০৫ নং শর্ত মোতাবেক ২৫ মার্চ ২০২০ তারিখে  চূড়ান্ত সুপারিশ প্রাপ্তদের  বয়স ৩৫ বছরের নিচে ছিল।

জানা গেছে, ২১ ডিসেম্বর ২০২২ সালে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গণবিজ্ঞপ্তিতে ০৫ নং শর্ত মোতাবেক আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয় ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স ৩৫ বছর বা তার নিচে হতে হবে। সে মোতাবেক ৩৫ বছর বা তার নিচের বয়সীরা আবেদন করতে পারবেন। অর্থ্যাৎ নির্ধারীত বয়সসীমার প্রার্থীরা চূড়ান্ত নিয়োগ সুপারিশ পেলে তাদের নিয়োগে বাধা নেই।

বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা শিক্ষাবার্তা’কে বলেন, এমপিও কমিটি সুপারিশে আপাতত অনুর্ধ্ব ৩৫ বছর বয়সি শিক্ষকদের এমপিওভুক্ত না করা সিদ্ধান্ত ছিল মূলত ৩য় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়াদের ক্ষেত্রে। যেহেতু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সব নিয়ম মেনে তারা আবেদন করে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হন এবং আবেদনের সময় তাদের বয়স ৩৫ বা তার নিচে ছিল ফলে তাদের এমপিওভুক্তিতে কোন বাধা নেই।

বৈঠক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজিসহ একাধিক কর্মকর্তা ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপ-পরিচালকগণ উপস্থিত ছিলেন।

0Shares