কারিগরি শিক্ষকদের অক্টোবরের এমপিওর চেক ছাড় হচ্ছে


Shikkha Songbad প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৩, ৯:৫৮ পূর্বাহ্ণ /
কারিগরি শিক্ষকদের অক্টোবরের এমপিওর চেক ছাড় হচ্ছে
0Shares

দেরিতে হলেও বিভিন্ন বেসরকারি-কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় হচ্ছে। আজ বৃহস্পতিবার চেক ছাড়ের সম্ভবনা আছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এমপিওর টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন।

বৃহস্পতিবার বিকেলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিমাসে ৫ তারিখের ভেতর স্কুল-কলেজ ও মাদরাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড় হয়ে থাকে। কিছুটা দেরিতে হলেও মাসের প্রথম সপ্তাহেই কারিগরি শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক ছাড় হয়। তবে চলতি নভেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত এ চেক ছাড় করতে পারেনি কারিগরি শিক্ষা অধিদপ্তর।

এ বিষয়ে জানতে চাইলে এমপিও শাখার সহকারী পরিচালক বিমল কুমার মিশ্র বলেন, কিছু জটিলতায় এ মাসের এমপিওর চেক ছাড়ে দেরি হয়েছে। তবে আজ বৃহস্পতিবারই চেক ছাড় হতে পারে। আমরা চেক পাওয়ার অপেক্ষায় আছি। হয়তো আজই চেক ছাড় করা যাবে। আর শিক্ষকরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। ইতোমধ্যে এমপিও শিট ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শুরু হচ্ছে।

0Shares