এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের অক্টোবর মাসের চেক ছাড়


Shikkha Songbad প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ১২:১২ অপরাহ্ণ /
এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের অক্টোবর মাসের চেক ছাড়

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের অক্টোবর (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী বাংকে পাঠানো হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

শিক্ষক-কর্মচারীরা আগমী ৭ নভেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন। স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৪১৯৫/৪ তারিখ : ০১/১১/২০২৩

এতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এসব শাখা থেকে বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার। প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে।