মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় পেছাল


Shikkha Songbad প্রকাশের সময় : জানুয়ারি ১০, ২০২৪, ৯:৫৮ পূর্বাহ্ণ /
মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় পেছাল
0Shares

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনের সময় পেছানো হয়েছে। একই সঙ্গে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখও পেছানো হয়েছে।

মঙ্গলবার ৯ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ‘এমবিবিএসের ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি আবেদনের সময়সূচির মধ্যে অল্পকিছু পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদন শুরু হবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে। ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারিই অনুষ্ঠিত হবে।’

এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তাবনায় জানানো হয়েছিল আজ মঙ্গলবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এছাড়া আগামীকাল বুধবার থেকে অনলাইনে আবেদন শুরু হবে। তবে সেই সময়সীমা একদিন পেছাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ভর্তি নীতিমালা তৈরির কাজ শেষ করা যায়নি। সে কারণে ভর্তি বিজ্ঞপ্তি এবং আবেদনের সময়সীমা একদিন পেছানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষার তারিখ আগের মতোই আছে। এটি পরিবর্তন হচ্ছে না।

বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদনের সময় একদিন করে পেছানো হয়েছে। আগামীকাল বুধবার অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদন বৃহস্পতিবার থেকে শুরু হবে।

0Shares