এফসিপিএসের রেডিও ফিজিকস ১ম পর্বের ওরিয়েন্টেশনের রেজিস্ট্রেশনের সময় বাড়ল


Shikkha Songbad প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৩, ১:৫২ অপরাহ্ণ /
এফসিপিএসের রেডিও ফিজিকস ১ম পর্বের ওরিয়েন্টেশনের রেজিস্ট্রেশনের সময় বাড়ল
0Shares

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ‘রেডিও ফিজিকস’ ওরিয়েন্টেশন কোর্সের রেজিস্ট্রেশনের সময় ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রোববার (১৯ নভেম্বর) বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং কর্তৃক এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ‘রেডিও ফিজিকস’ ওরিয়েন্টেশন কোর্সের রেজিস্ট্রেশনের সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।’

এর আগে এক বিজ্ঞপ্তিতে ১৯ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছিল। এফসিপিএস ১ম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ‘রেডিও ফিজিকস’ ওরিয়েন্টেশন কোর্স ২২ নভেম্বর থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশনের জন্য সচিব, বিসিপিএস–এর অনুকূলে ২,০০০/- (দুই হাজার) টাকা UCBL এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রসিদের স্ক্যান কপি বিসিপিএস-এর ওয়েবসাইটে আপলোড করে রেজিস্ট্রেশন করা যাবে।

0Shares