এফসিপিএস সার্জারি প্রথম পর্বের ওরিয়েন্টেশন শুরু ১৩ অক্টোবর


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ /
এফসিপিএস সার্জারি প্রথম পর্বের ওরিয়েন্টেশন শুরু ১৩ অক্টোবর
0Shares

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে এফসিপিএস (সার্জারি) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স শুরু হবে ১৩ অক্টোবর। ওরিয়েন্টেশন কোর্স চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিসিপিএসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের এফসিপিএস (সার্জারি) প্রথম পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য ওরিয়েন্টেশন কোর্স ১৩ অক্টোবর থেকে ২ ডিসেম্বর শুধু শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা ৩০ মিনিটি পর্যন্ত বিসিপিএস ক্যাম্পাসে সশরীর অনুষ্ঠিত হবে।

কোর্সে অংশগ্রহণের নিমিত্ত রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ বরাবর এক হাজার টাকা UCBL ও DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রসিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে ১১ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। কলেজের হিসাব শাখায়ও একই দিন বেলা দুইটার মধ্যে সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

0Shares