বেসরকারি মেডিকেলে শূন্য আসনের তালিকা প্রকাশ ৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি


Shikkha Songbad প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৩, ২:০৬ অপরাহ্ণ / ৫৭
বেসরকারি মেডিকেলে শূন্য আসনের তালিকা প্রকাশ ৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি
0Shares

দেশের বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি শেষ করতে বলা হয়েছে।সোমবার (২৮ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেলে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী নির্বাচন শেষে মেডিকেল কলেজগুলোর শূন্য আসনের তালিকা প্রকাশ করা হলো। অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত শূন্য আসনে মেধা ও নিয়ম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। অন্যথায় ওই আসনে অনলাইনে আবেদন অনুযায়ী অন্য শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আরও বলেছে, অপেক্ষমাণ তালিকা ও স্বয়ংক্রিয় অভিপ্রায়ণের (মাইগ্রেশন) ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টেলিটকের 01550155555 নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানো হবে।

শূন্য আসনের তালিকা দেখুন এখানে (https://dgme.portal.gov.bd/sites/default/files/files/dgme.portal.gov.bd/notices/c2dc041c_9895_496c_aa31_6203b90c2744/2023-08-28-16-24-fb836edefce9e8a73164c625587816c6.pdf)

0Shares