সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস-বিডিএস পরীক্ষার ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ৬, ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ / ২৪৪
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস-বিডিএস পরীক্ষার ফল প্রকাশ
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি ৭টি মেডিকেল/ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস কোর্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়- শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীর কাছে ফলাফল হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. বিলাল আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যারা-ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আশিকুর রহমান মজুমদারসহ সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ এবং ডেন্টাল ইউনিটের প্রধানরা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. বিলাল আহমদ চৌধুরী জানান, এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা গত ৩১ ডিসেম্বর এবং বিডিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়। পরীক্ষা গ্রহণ শেষে সব কার্যক্রম সম্পন্ন করে ফলাফল প্রকাশিত হয়েছে।

এমবিবিএস কোর্সে ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৯৯ জন। পাসের হার ৭৬.৩০ শতাংশ। বিডিএস কোর্সে ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১ জন। পাসের হার ৬৮.৫৪ শতাংশ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই দেশের চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এরই অংশ হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ফলাফল প্রকাশিত হলো। এ জন্য ডিনগণসহ পরীক্ষার কাজে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ভিসি।