২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২১, ৮:৫১ অপরাহ্ণ / ৫০১
২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

করোনা ভাইরাসের থাবায় গত ১ বছরের বেশি সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতিতে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। মঙ্গলবার (১৩ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে দাখিল পরীক্ষার্থীদের জন্য সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, সপ্তম সপ্তাহে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য আরবি দ্বিতীয় পত্র, তাজভীদ নসর ও নজম, পদার্থবিজ্ঞান, শারীরিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দাখিল পরীক্ষার্থীদের ২৫টি বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এসব বিষয়ের মূল্যায়ন রুবিক্সসহ ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি তৈরি করা হয়েছে। এ অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার জন্য সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য কিছুদিন আগে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ১৫০ দিন ক্লাস করিয়ে শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা নেয়া হবে।

দাখিল পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রণীত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন এখানে