২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৯, ২০২০, ৬:৫৯ অপরাহ্ণ / ৭১৩
২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ শুরু
0Shares

২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ গত মঙ্গলবার (৭ জুলাই) থেকে শুরু হয়েছে। ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বোর্ডের সব আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মাদ্রাসার প্রধানদের বোর্ডের আঞ্চলিক কার্যালয় থেকে ২০২০ সালের দাখিল পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আর ঢাকা বিভাগের মাদ্রাসাগুলোর প্রধানদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

দাখিলের একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে মাদ্রাসার নিজস্ব প্যাডে প্রতিষ্ঠান প্রধানদের আবেদন করতে বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আলোচনা অবশ্যই কমিটির সভাপতির স্বাক্ষর নিয়ে আসতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের। আর কোনো বিশেষ কারণে কোনো শিক্ষক একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণ করতে আসলে তাকে মাদ্রাসা প্রধানের প্রাধিকার পত্র ও স্বাক্ষর সত্যায়িত করে আনতে হবে।

আর কোনো মাদ্রাসার কমিটি না থাকলে জেলা প্রশাসক বা উপজেলা নিবার্হী কর্মকর্তার সুপারিশসহ আবেদন বোর্ডে জমা দিতে বলা হয়েছে।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares