জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০২০ এর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২০, ১০:৩৮ অপরাহ্ণ / ৮৯০
জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০২০ এর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি
0Shares

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০২০ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আজ বৃস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ডের রেজিস্ট্রার মােঃ সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বাের্ডের অধিভুক্ত সকল মাদ্রাসা প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় ২০২০ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার রেজিস্ট্রেশন ফি এর টিটি স্লিপ প্রিন্ট, e-SIF পূরণ এবং Final submission এর সময়সীমা পুন:নির্ধান করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিলম্বফিসহ টিটি স্লিপ প্রিন্ট এবং জমার সময়সীমা। পূর্বের তারিখ ১০/০৩/২০২০ ইং থেকে ৩০/০৩/২০২০ ইং এর পরিবর্তে ০১/৫/২০২০ ইং থেকে ৩১/৫/২০২০ ইং পর্যন্ত পুন:নির্ধান করা হয়েছে। e-SIF পূরণ এবং Final submission এর শেষ তারিখ ১২/০৪/২০২০ ইং এর পরিবর্তে ১০/০৬/২০২০ ইং পর্যন্ত করা হয়েছে। মূল বিজ্ঞপ্তির ৩ নং ক্রমিকের নির্দেশনামত প্রস্তুতকৃত কাগজপত্র জমা দেয়ার সময়সীমা ২০/০৪/২০২০ ইং এর পরিবর্তে ২১/০৬/২০২০ পর্যন্ত করা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, বিলম্ব ফি ছাড়া টিটি স্লিপ প্রিন্ট ও ফি জমা দেয়া যাবে না। বর্ণিত সময়সীমার পরে কোন ক্রমেই আর সময় বর্ধিত করা হবে না বলেও জানানো হয়। বর্ধিত সময়সীমার মধ্যে কোন মাদ্রাসার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করাতে ব্যর্থ হলে, তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

           
বিজ্ঞপ্তি দেখুন নিচে : 

0Shares