এইচএসসি পরীক্ষা বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি : শিক্ষামন্ত্রী


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২০, ৮:০০ পূর্বাহ্ণ / ৪০১
এইচএসসি পরীক্ষা বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি : শিক্ষামন্ত্রী
0Shares

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আগামী ১ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, আমরা এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। কাছাকাছি সময়ে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তখন সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডা. দীপু মনি এসব কথা বলেন।

এছাড়া করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোচিং সেন্টারও বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষার্থীদের এ সময় ঘরে থাকার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, যেহেতু ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই এ সময়ে কোচিং সেন্টাগুলোও বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মানে বাইরে ঘোরা ফেরা করা যাবে না।

প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এই বন্ধের আওতায় থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী।

0Shares