২০২০ সালের জেডিসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত, ৯ ফেব্রুয়ারি শুরু


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২০, ৭:২৬ অপরাহ্ণ / ৭০১
২০২০ সালের জেডিসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত, ৯ ফেব্রুয়ারি শুরু
0Shares

শিক্ষা সংবাদ : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ২০২০ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ০৯-০২-২০২০ ইং তারিখ থেকে ১২-০৪-২০২০ ইং তারিখ পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন :

জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২০ সালে বিভিন্ন মাদরাসায় দাখিল ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিলম্ব ফি ছাড়া টিটি স্লিপ অনুযায়ী ফি জমা দেয়া যাবে ৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। আর ১০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিলম্ব ফি দিয়ে টিটি স্লিপ অনুযায়ী টাকা জমা দেয়া যাবে। ইএসআইএফ পূরণ ও সাবমিট করা যাবে ১২ এপ্রিল পর্যন্ত। আর ২০ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশনের কাগজ পত্র জমা দেয়া যাবে।

আরো বলা হয়েছে, দাখিল ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে শিক্ষার্থীদের কাছ থেকে ৫৫ টাকা ফি নেয়া হবে। এরমধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেয়া হবে ৪০ টাকা আর রেড ক্রিসেন্ট ফি বাবদ নেয়া হবে ১৫ টাকা। আর বিলম্ব ফি হিসেবে নেয়া হবে ৫০ টাকা। বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের ফরমপূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ১০৫ টাকা নেয়া হবে।

সূত্র: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ওয়েবসাইট – bmeb.gov.bd

0Shares