স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীদের হালনাগাদ তথ্য পাঠানোর সময় বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৪, ৭:৩৯ পূর্বাহ্ণ /
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীদের হালনাগাদ তথ্য পাঠানোর সময় বৃদ্ধি

সারা দেশের ৪ হাজার ৪২৫টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীদের হালনাগাদ তথ্য ১৮ জুলাইয়ের মধ্যে গুগল ডকসে পাঠানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রশাসনিক প্রয়োজনে মাদ্রাসাগুলোর অবস্থা, শিক্ষক ও শিক্ষার্থী ইত্যাদির হালনাগাদ তথ্য অতিব প্রয়োজন মনে করছে অধিদপ্তর। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মেট্রোপলিটন এলাকায় থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধ্যমে বর্ণিত ৪ হাজার ৪২৫টি মাদ্রাসা এবং বর্ণিত মাদ্রাসা ছাড়াও অতিরিক্ত প্রতিষ্ঠান থাকলে এই প্রতিষ্ঠানগুলো সরেজমিন পরিদর্শন করে তথ্য গত ৩০ মের মধ্যে পাঠানোর জন্য বলা হয়।

এমন পরিস্থিতিতে দেশের সব উপজেলা থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সংক্রান্ত হালনাগাদ তথ্য পাঠাতে না পারায় সময়সীমা বাড়িয়ে ১৮ জুলাইয়ের মধ্যে উপজেলাভিত্তিক গুগল ডকসে স্বয়ং-সম্পূর্ণ (উপযুক্ত প্রমাণকসহ) প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টস সংযুক্ত করে নির্ধারিত ছকের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। গুগল ডক্স লিংক: https://forms.gle/tA7X2XvAjegahLfFA