স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ৩০, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ণ /
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ

অনুদানভুক্ত ১ হাজার ৫০০ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের হালনাগাদ তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে। আগামী ৬ জুনের মধ্যে এসব মাদ্রাসার তথ্য পাঠাতে হবে। বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সারা দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের তথ্য হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত যেসব মাদ্রাসার হালনাগাদ তথ্য পাঠানো হয়নি কিংবা হালনাগাদ তথ্য সংশোধন প্রয়োজন সেসব মাদ্রাসার তথ্য উপজেলা নির্বাহী অফিসার অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে সরেজমিন পরিদর্শন করে নির্ধারিত ছকের মাধ্যমে ৬ জুনের মধ্যে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।