মাদরাসার ২০২৩ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো


Shikkha Songbad প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৪, ৩:১২ অপরাহ্ণ /
মাদরাসার ২০২৩ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো
0Shares

মাদরাসার ২০২৩ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাদরাসার গত বছরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফরম অনলাইনে পূরণ করে জমা দেয়ার সুযোগ দেয়া হয়েছে। ৫০ টাকা বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের ফি জমা দেয়ার সুযোগ দেয়া হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে বর্ধিত সময়ে মাদরাসার গত বছরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফি জমা ও ফরম পূরণ-তথ্য এন্ট্রি শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

বোর্ড জানিয়েছে, গত বছরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ইতোমধ্যে শেষ হলেও শিক্ষার্থী ও মাদরাসা প্রধানরা আবেদন করে বোর্ডকে জানাচ্ছেন কিছু শিক্ষার্থী বাদ পড়েছেন। সেসব শিক্ষার্থীর ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনায় রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। তবে বর্ধিত সময়ে রেজিস্ট্রেশন করতে না পারলে দায় মাদরাসা প্রধানকে নিতে হবে।

বোর্ড বলছে, মাদরাসার গত বছরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে ১৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ জমা দেয়া যাবে। ফি জমার ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর ছবিসহ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের অনলাইন ফরম বা ইএসআইএফ পূরণ বা তথ্য এন্ট্রি করা যাবে। আর পূরণ করা ইএসআইফ ফাইনাল সাবমিট করা যাবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

জানা গেছে, মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে মোট ফি ৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিলো। এরমধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেয়া হবে ৫০ টাকা আর রেডক্রিসেন্ট ফি বাবদ নেয়া হবে ৮ টাকা। বর্ধিত সময়ে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ১০৮ টাকা জমা দিতে হবে।

0Shares