মাদ্রাসায়ও প্রকৌশল বিষয় পড়ানো হবে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২২, ৫:৫৩ অপরাহ্ণ / ২৫০
মাদ্রাসায়ও প্রকৌশল বিষয় পড়ানো হবে
0Shares

আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে নতুন কারিকুলাম। এতে শিক্ষায় নানা পরিবর্তন আসবে। আগামী শিক্ষাবর্ষ থেকে মাদ্রাসা প্রযুক্তি প্রকৌশল বিষয় চালু করা হবে।

মঙ্গলবার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের তথ্য কর্মকর্তা জাহিদ হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, বাধ্যতামূলকভাবে দশটি বিষয়ে পাঠ নিতে হবে শিক্ষার্থীদের। এর পাশাপাশি প্রযুক্তি প্রকৌশল বিষয়টি যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা এ বিষয়ে পাঠ নেবে। এতে তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে।

জানা গেছে, মাধ্যমিকে বিভাগ উঠিয়ে একমুখী শিক্ষা চালু করার পরিকল্পনা নেয় সরকার। যেটি আগামী বছর থেকে কার্যকর হবে। এটি বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিতে বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় ২০১৬ সালে। শিক্ষাবিদরা বেশ কিছু সুপারিশ করেন।

সুপারিশ অনুযায়ী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষাক্রমের বিষয়বস্তু গুরুত্ব অনুসারে তিন গুচ্ছে ভাগ করার কথা বলা হয়েছে। ‘ক’ গুচ্ছে বাংলা, ইংরেজি ও গণিত। ‘খ’ গুচ্ছে বিজ্ঞান, সমাজ পাঠ (ইতিহাস, পৌরনীতি ও ভূগোল)। ‘ক’ ও ‘খ’ গুচ্ছ বাধ্যতামূলক।

আর ‘গ’ গুচ্ছে তথ্য প্রযুক্তি, চারু-কারু কলা, শরীরচর্চা ও খেলা, ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি ও গার্হস্থ্য, নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি। এ গুচ্ছে প্রকৌশল প্রযুক্তি (বিদ্যুৎ, যন্ত্র, কাঠ, ধাতু ইত্যাদির ব্যবহারিক জ্ঞান ও প্রয়োগ) যুক্ত করার মত দিয়েছেন শিক্ষাবিদরা। অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় চারু ও কারুকলা, ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি, গার্হস্থ্য বিজ্ঞান, শরীরচর্চা ও তথ্যপ্রযুক্তি বিষয়গুলো বিদ্যালয়ভিত্তিক মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। সুপারিশ বাস্তবায়ন হলে বর্তমানে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় ১০টি বিষয় থেকে তিনটি কমবে। সাতটি বিষয়ে পরীক্ষা হবে। সেটি আগামী কারিকুলামে বাস্তবায়িত হতে যাচ্ছে।

0Shares