জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ২৫, ২০২১, ৮:১৯ অপরাহ্ণ / ৪০৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা স্থগিত
0Shares

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার থেকে ১ জুলাই পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১টি এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করায় এ স্থগিতাদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিধিনিষেধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও সান্ধ্যকালীন এমবিএ কার্যক্রমও স্থগিত থাকবে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান কোভিড পরিস্থিতিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা, নিয়োগ ও সান্ধ্যকালীন এমবিএ ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হল।

তবে ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সার্ভিস চলমান থাকবে। জরুরি সার্ভিসে জড়িতদের জন্য চাহিদা অনুযায়ী গাড়িও চলাচল করবে।

পরবর্তীতে সরকারের সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর।

ময়মনসিংহের আশঙ্কাজনক হারে করোনার সংক্রমণ বাড়ায় সিটি করপোরেশনের ১১টি এলাকায় বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার জেলায় নমুনা পরীক্ষা হয় ৩৭৪টি। এর মধ্যে ৬৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। জেলা প্রশাসনের পরিসংখ্যানে বৃহস্পতিবার জেলায় সংক্রমণের হার দেখানো হয়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ।

গত তিন দিনে ময়মনসিংহ মেডিকেলের করোনার ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১জন।

0Shares