জাককানইবি’র অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু ২৩ ডিসেম্বর


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ / ২৪০
জাককানইবি’র অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু ২৩ ডিসেম্বর
0Shares

আগামী ২৩ ডিসেম্বর থেকে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে সব পরীক্ষা শেষ করা হবে।

মঙ্গলবার (১৫ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩১তম একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, ‘‘আগামী ২৩ ডিসেম্বর হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে অনার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হেবে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ক্রমান্বয়ে অন্যদের পরীক্ষাও নেয়া হবে।’’

তিনি আরো জানান, প্রশাসনিকভাবে আবাসনের (হল) ব্যবস্থা করা হবে না। তবে পরিবহন সুবিধা দেয়া হবে। পরীক্ষার নিয়ম ও সময় সংক্রান্ত সব কিছুই বিভাগের সিদ্ধান্তে বাস্তবায়ন হবে।

আসন্ন ৪৩ তম বিসিএস পরীক্ষায় যেন শিক্ষার্থীরা অংশ নিতে পারে সেই ভাবনা রেখেই এই সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

0Shares