করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনভবনসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভিতরের সড়কদ্বীপে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রশাসনের কর্মকর্তারা বৃক্ষরোপন করেন এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। দিবসটি উপলক্ষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অফিসার, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :