ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪, নির্দেশিকা সহ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৪, ১:১৮ অপরাহ্ণ /
ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪, নির্দেশিকা সহ
0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমুহের (গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদন শুরু : ২১ মার্চ ২০২৪ থেকে
আবেদন শেষ : ২৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
ভর্তি পরীক্ষা : ২৫ মে ২০২৪।

গার্হস্থ্য অর্থনীতি বিষয়ক কলেজসমূহ :

  • গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সরকারি)
  • বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (বেসরকারি)
  • ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স (বেসরকারি)
  • ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (বেসরকারি)
  • আকিজ কলেজ অব হোম ইকনমিক্স (বেসরকারি)
  • বরিশাল হোম ইকনমিক্স কলেজ (বেসরকারি)
    [ বেসরকারি কলেজ গুলোর বাৎসরিক আনুমানিক খরচ ৩০-৪০ হাজার টাকা]

কলেজসমূহে বিভাগসমূহ :

  • খাদ্য ও পুষ্টিবিজ্ঞান (Food and Nutrition)
  • সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনরশিপ (Resource Management and Entrepreneurship)
  • শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক (Child Development and Social Relationship)
  • শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা (Art and Creative Studies)
  • বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প (Clothing and Textile)

আসন সংখ্যা :

বিজ্ঞান/গার্হস্থ্য অর্থনীতি বিভাগ থেকে- মেধায় ১৫৯১, কোটায় ১১৮
বাণিজ্য বিভাগ থেকে- মেধায় ৫১৩, কোটায় ৩৭
মানবিক বিভাগ থেকে- মেধায় ৩৬৫, কোটায় ৩১
মোট আসন সংখ্যা: ২৬৫৫

আবেদনের ন্যূনতম যোগ্যতা :

  • আবেদনকারীকে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমানের এবং ২০২৩ সালের বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক অথবা মাদ্রাসা বোর্ডের /A-Level বা সমমানের বিদেশী ডিগ্রিধারী হতে হবে।
  • প্রার্থীর মাধ্যমিক(SSC) ও উচ্চমাধ্যমিক(HSC) বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল যে কোনো শাখার জন্য ন্যূনতম ৫.৫০ হতে হবে তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আলাদা আলাদা ভাবে প্রতিটিতে জিপিএ ন্যূনতম ২.৫০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা :

  1. ভর্তি পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে হবে। মোট ১০০টি প্রশ্নের জন্য মোট ১০০ নম্বর থাকবে।
  2. প্রত্যেক প্রার্থীর বাংলা, ইংরেজি এবং আইসিটি এই ৩ টি বিষয়ে পরিক্ষা দেওয়া আবশ্যিক। রসায়ন/ হিসাব বিজ্ঞান/ অর্থনীতি/ খাদ্য ও পুষ্টি/ সাধারণ জ্ঞান বিষয়ের মধ্যে যে কোন একটি বিষয় পরীক্ষা দিয়ে মোট চারটি বিষয় পূর্ণ করতে হবে। প্রতি বিষয়ের জন্য মোট নম্বর ২৫।
  3. জিপিএ প্রাপ্ত নম্বর ২০ অর্থাৎ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ- কে ২ দিয়ে গুণ এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে ২ দিয়ে গুণ করে।
  4. ভর্তি পরীক্ষার পাস ৪০ নম্বর। যারা ৪০ এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। উল্লেখ্য, ভুল উত্তরের জন্য কোন প্রকার নম্বর কাটা হবে না।

আবেদনের ওয়েবসাইট : collegeadmission.eis.du.ac.bd

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি নির্দেশিকা দেখতে ক্লিক করুন এখানে 

0Shares