চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ /
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
0Shares

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে দেখতে পারবে।

এর আগে গত শনিবার (০২ মার্চ) ইউনিটটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ।

এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ২১৫টি। আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৭ হাজার ২৫৯ জন। অনুপস্থিত ছিলেন ২২ হাজার ২৬২ জন পরীক্ষার্থী।

এবারের ভর্তি পরীক্ষায় চবির চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মোট চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৪৩ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার আসনপ্রতি লড়ছেন ৪৯ জন শিক্ষার্থী।

ফলাফল দেখতে ক্লিক করুন এখানে 

0Shares