ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স, জিপিএ ২.৫ হলেই আবেদন


Shikkha Songbad প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ /
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স,  জিপিএ ২.৫ হলেই আবেদন
0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাস মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস (পিএমআইআর) প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনালস রিলেশনস বিভাগ।

আবেদন ফি: ১০০০ টাকা।

যেসব যোগ্যতা থাকতে হবে:

আগ্রহী প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ২০২৪–সামার শেসনে ভর্তির জন্য স্নাতকে জিপিএ/সিজিপিএ–৪–এর মধ্যে ২ দশমিক ৫ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

আবেদন গ্রহণের স্থান ও তারিখ:

ইন্টারন্যাশনালস রিলেশনস বিভাগ থেকে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়:

ভর্তি পরীক্ষা ২ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৫ মার্চ।

0Shares