ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স, জিপিএ ২.৫ হলেই আবেদন


Shikkha Songbad প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ৭:৪২ অপরাহ্ণ /
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স,  জিপিএ ২.৫ হলেই আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাস মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস (পিএমআইআর) প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনালস রিলেশনস বিভাগ।

আবেদন ফি: ১০০০ টাকা।

যেসব যোগ্যতা থাকতে হবে:

আগ্রহী প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ২০২৪–সামার শেসনে ভর্তির জন্য স্নাতকে জিপিএ/সিজিপিএ–৪–এর মধ্যে ২ দশমিক ৫ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

আবেদন গ্রহণের স্থান ও তারিখ:

ইন্টারন্যাশনালস রিলেশনস বিভাগ থেকে ২৬ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়:

ভর্তি পরীক্ষা ২ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৫ মার্চ।