গুচ্ছে নিয়ে ইউজিসি’র নির্দেশনা অমান্য করা কঠিন : ইবি ভিসি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৯:৫৮ পূর্বাহ্ণ /
গুচ্ছে নিয়ে ইউজিসি’র নির্দেশনা অমান্য করা কঠিন : ইবি ভিসি
0Shares

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষা পূর্বের ন্যায় গুচ্ছ পদ্ধতির অধীনে নিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ইউসিজির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমান স্বাক্ষরিত এক স্মারক থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, গত ২৩ জানুয়ারি গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় ইবি শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। এছাড়া গুচ্ছে গেলে ভর্তি প্রক্রিয়ায় শিক্ষকরা অংশ নিবেন না বলেও হুঁশিয়ারি দেয়া হয়। পরে ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১২৭তম একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় ইবি প্রশাসন।

গত ৮ ফেব্রুয়ারি গুচ্ছ নিয়ে আলোচনার জন্য ইবি ভিসি, প্রে-ভিসি, কোষাধ্যক্ষ ও ছয়জন শিক্ষক নেতাকে নিয়ে মতবিনিময় সভা ডাকে ইউজিসি। তবে সে ডাকে সাড়া না দেয়ায় সে সভা স্থগিত করা হয়।

সভায় শিক্ষক নেতাদের অনুপস্থিতিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা গ্রহণের নির্দেশ দেয় ইউজিসি। ৮ জানুয়ারি স্বাক্ষরকৃত ইউজিসি’র স্মারকে বলা হয়, ‘কমিশনে (ইউজিসি) ১৪ জানুয়ারি অনুষ্ঠিত মতবিনিময় সভার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপস্থিতিতে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যায়সমূহের ভর্তি কমিটির একাধিক সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে, যা এই পর্যায়ে পরিবর্তনের সুযোগ নেই। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কমিশন কর্তৃপক্ষের বিস্তারিত আলোচনা হয়েছে। এমতাবস্থায় মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত হয়ে পূর্বের ন্যায় গুচ্ছের আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘ইউজিসির নির্দেশনাটি দেখেছি। যেহেতু এ নির্দেশনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়া হয়েছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করে তার উপর নির্ভর করে আমরা আবারো বসবো। সেখানে আলোচনাক্রমে আমরা সিদ্ধান্ত নেবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সরকারের উপর নির্ভর করে চলতে হয়। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত ভায়োলেট করা খুবই কঠিন। আমি শিক্ষকদের সাথে বসে আলোচনাক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

0Shares