ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত হতে ইউজিসির নির্দেশ, ক্ষোভ শিক্ষকদের


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১০:৪৩ অপরাহ্ণ /
ইসলামী বিশ্ববিদ্যালয়কে গুচ্ছভুক্ত হতে ইউজিসির নির্দেশ, ক্ষোভ শিক্ষকদের
0Shares

গুচ্ছভুক্ত হয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়কে (ইবি) নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

শুক্রবার কমিশনের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ইবিকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় নিয়ে আসতে ইউজিসি আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক উপস্থিত না হয়ে ‘ইবি গুচ্ছে যাবে না’ মর্মে কমিশনকে ফিরতি চিঠি দেয়। এরই পরিপ্রেক্ষিতে ইউজিসি থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ইউজিসির এ নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে যে উদ্দেশ্যে গুচ্ছ পদ্ধতি চালু হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি শিক্ষকদের।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষায় পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন, মেধাতালিকা প্রকাশের পর প্রাথমিক ভর্তি, পছন্দক্রমে থাকা অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ, প্রাথমিক ভর্তি শেষে বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ ও চূড়ান্ত ভর্তি একটি দীর্ঘ প্রক্রিয়া। এতে শিক্ষার্থীদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া নির্দিষ্ট সময় পার হলেও আসন পূরণ হচ্ছে না এবং বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক শিক্ষার্থীদের প্রভাব পড়ছে।

0Shares