ঢাবিতে ভর্তি বদলে গেল ময়মনসিংহের পরীক্ষা কেন্দ্র


Shikkha Songbad প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৩, ৩:১৫ অপরাহ্ণ /
ঢাবিতে ভর্তি বদলে গেল ময়মনসিংহের পরীক্ষা কেন্দ্র
0Shares

আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ওই পরীক্ষায় ময়মনসিংহ কেন্দ্রের পরিবর্তন আনা হয়েছে।

ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটি শনিবার (২৩ ডিসেম্বর) কেন্দ্র পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। কমিটির দেয়া তথ্যানুযায়ী বিভাগীয় শহর ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ১৮ ডিসেম্বর দুপুর থেকে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ জানুয়ারি শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ ও ‘চারুকলা ইউনিট’।

এরআগে, গত ৫ ডিসেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’ এর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি, ‘বিজ্ঞান ইউনিট’ এর ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি এবং ‘চারুকলা ইউনিট’ এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

0Shares