জাবিতে এমবিএ, ইএমবিএ প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত দেখুন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ৭:২০ অপরাহ্ণ /
জাবিতে এমবিএ, ইএমবিএ প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত দেখুন
0Shares

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগে ফল–২০২৩ সেশনে এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

মেজর : 

  • ফিন্যান্স ও ব্যাংকিং
  • মার্কেটিং
  • অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট

আবেদনের যোগ্যতা :  

  • ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি। অথবা ৩ বছরের অনার্স ডিগ্রি, সাথে এক বছরের মাস্টার্স ডিগ্রি যেকোনো বিভাগ থেকে।
  • ন্যূনতম সিজিপিএ–২.৫০ (৪–এর মধ্যে) বা ব্যাচেলর ডিগ্রির সমমানের ২য় শ্রেণি।

আবেদন ফি :

  • আবেদন ফি দুই হাজার টাকা।
  • কোর্সের সম্পূর্ণ খরচ: ১ লক্ষ ৯৪ হাজার ১৩৩ টাকা
  • অনলাইনে fbsju.edu.bd/admission আবেদন করতে হবে।

প্রধান বিষয়:

ফিন্যান্স ও ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।

ক্লাস: শুক্র ও শনিবার।

প্রোগ্রাম: ১৬ মাস থেকে ৪ বছর; ৪৮ ক্রেডিট ঘণ্টা।

ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ :

  • মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৮০ নম্বরের। গণিত ৩০, বিশ্লেষণমূলক দক্ষতা ১০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ১০ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ হারে নেগেটিভ মার্কিং হবে।
  • লিখিত ১০ নম্বর।
  • ভাইভা ১০ নম্বর।

গুরুত্বপূর্ণ তারিখ :

  • আবেদন শেষ: ১২ ডিসেম্বর ২০২৩
  • লিখিত পরীক্ষা: ১৫ ডিসেম্বর ২০২৩। সময়: সকাল ৯.০০ থেকে ১০.১০ টা
  • মৌখিক পরীক্ষা: ১৫ ডিসেম্বর ২০২৩। সময়: সকাল ১০.৩০ থেকে ১১.৩০টা
  • বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: fbsju.edu.bd

যোগাযোগ :

  • ইএমবিএ অফিস, ব্যবসায় প্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
  • ই-মেইল: embafbsju@gmail.com
  • ফোন: ০১৮৪১৫১৪১৫১, ০১৮৪১৫১৬১৩৯
0Shares