জাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু ১২ অক্টোবর থেকে


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ৪:০৩ অপরাহ্ণ /
জাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু ১২ অক্টোবর থেকে

‘শব্দবাণে সাজাও তোমার চিন্তারণের শ্লোক’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে জাতীয় বিতর্ক উৎসব-২০২৩ আগামী ১২ অক্টোবর শুরু হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেইউডিও’র সভাপতি ও উৎসবের আহ্বায়ক নূর আহম্মদ হোসেন জানান, এবারের বিতর্ক উৎসব তিনটি পর্বে অনুষ্ঠিত হবে। উৎসবের প্রথম দিন ১২ অক্টেবর ১২তম জাতীয় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা; দ্বিতীয় দিন ১৩ অক্টোবর ১৮ তম জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং তৃতীয় পর্যায়ে ১৪ অক্টোবর ১২ তম জাতীয় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ে ৩৪ দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৬ দলসহ মোট ১০৪ দল অংশগ্রহণ করবে। তিনটি প্রতিযোগিতাতেই এশিয়ান সংসদীয় বিতর্ক পদ্ধতি অনুসরণ করা হবে। একই সঙ্গে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে। আগামী ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেইউডিও’র সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি, জাতীয় বিতর্ক উৎসবের আন্তঃস্কুল পর্যায়ের যুগ্মআহ্বায়ক আহনাফ তাহমিদ খান রাইয়ান, আন্তঃকলেজ পর্যায়ের যুগ্মআহ্বায়ক সাহারা আক্তার লিমা ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্মআহ্বায়ক ফারিম আহসান।